মুখ‍্যমন্ত্রীর শিল্প সম্মেলন নিয়ে রাজ‍্যপালের টুই্যট ঘিরে তুমুল বিতর্ক

1st August 2020 9:06 pm কলকাতা
মুখ‍্যমন্ত্রীর শিল্প সম্মেলন নিয়ে রাজ‍্যপালের টুই্যট ঘিরে তুমুল বিতর্ক


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : করোনা আবহের মধ‍্যে রাজ‍্যপাল জগদীপ ধনখড় এর টুই্যট ঘিরে তুমুল বিতর্ক রাজ‍্য রাজনীতিতে । মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের উদ‍্যোগে আয়োজিত শিল্প সম্মেলনের অর্থ খরচ নিয়ে এবার প্রশ্ন সামনে এনেছেন সাংবিধানিক প্রধান । রাজ‍্যপাল টুইটারে লিখেছেন " .... বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট এর বিস্তারিত জানতে চেয়েছি । মনে করা হচ্ছে এই সম্মেলন থেকে যা লগ্নি এসেছে তার চেয়ে সম্মেলন করতে খরচ বেশী হয়ে গিয়েছে " । মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সরকারে অর্থ সচিবের কাছে বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন রাজ‍্যপাল । এই বিষয় ঘিরেই শুরু ফের রাজনৈতিক চাপানউতোর । এখানেই থামেননি রাজ‍্যপাল । আর ও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি ! রাজ‍্যে শিল্প আনার জন‍্য মুখ‍্যমন্ত্রীর উদ‍্যোগে দেশ বিদেশের শিল্পপতিদের নিয়ে বিজনেস সামিট হয়েছে । ইতিপূর্বে বামদলের তরফ থেকে সরব হয়েছিলেন বহু নেতৃত্ব । সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়ে এখন শিল্প আনার নাটক করছেন মুখ‍্যমন্ত্রী বলে তোপ দেগেছেন আগেই বামেরা । এবার রাজ‍্য‍পালের এই মন্তব‍্য ঘিরে সরগরম রাজ‍্য রাজনীতি । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।